প্রতিমন্ত্রী নসরুল হামিদের দপ্তর পুনর্বন্টন

লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে থাকবে ১০৬ ম্যাজিস্ট্রেট

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দপ্তর পুনর্বন্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এখন থেকে বিদ্যুৎ বিভাগের পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নসরুল হামিদ।

প্রজ্ঞাপণে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩(৪) এ প্রদত্ত ক্ষমতাবলে তার দপ্তর পুনর্বন্টন করেছেন।

গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী ও ৩৬ মন্ত্রী–প্রতিমন্ত্রী শপথ নেন।

এ সময় নসরুল হামিদকে করা হয় বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী। বিগত সরকারেও তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।