স্কুলে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

fire

সাভারের আশুলিয়ায় একটি স্কুল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় উইলসন কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলে এ আগুন লাগানোর ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । স্কুলের অধ্যক্ষ মরজিনা আক্তার জানান, গভীর রাতে পাড়াগ্রাম এলাকায় উইলসন কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলে একটি কক্ষে আগুন দেয় দুর্বৃওরা। মুহূর্তের মধ্যে পুরো স্কুলে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্কুলের ১১টি শ্রেণিকক্ষ পুড়ে যায়। এছাড়া আগুনে স্কুলের বই পত্র কম্পিউটারসহ মুল্যবান কাগজপত্রও পুড়ে যায়। স্থানীয় জনতা নিজস্ব উদ্যোগে দ্রুত আগুন নেভানোয় স্কুলটি সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। আগুনে প্রায় দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্কুল কতৃপক্ষ। আগুনে পুড়ে যাওয়ায় সাময়িক ভাবে স্কুল বন্ধ রাখা হয়েছে। স্কুলে আগুনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন মাতব্বর ও আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন মাতব্বর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিপুরণ দেয়ার আশ্বাস দিয়েছেন। এসময় আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন মাতব্বর যুগান্তরকে জানান, স্কুলটি নিয়ে স্থানীয়ভাবে বিরোধ থাকায় এর আগেও স্কুলের গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে স্থানীয় ভাবে কেউ মূখ খুলছে না। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, স্কুলে আগুন দেয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের  করা হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারে নি।