বেঁচে আছেন এটিএম শামসুজ্জামান, মৃত্যুর তথ্য গুজব

 

বেঁচে আছেন জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জান । তবে গুজব রটেছে যে তিনি মারা গেছে ।

১৫ মে শুক্রবার, সন্ধ্যা থেকে  এমনটাই গুজবে সয়লাব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ।

তবে এমন গুজবে বিরক্ত হয়ে দুঃখ প্রকাশ করেছে এটিএম শামসুজ্জামানের পরিবারের সদস্যরা । তারা বলছেন এটিএম শামসুজ্জামান বেচে আছেন এবং সুস্থ আছেন ।

এটিএম শামসুজ্জামানের মেয়ে ও স্ত্রী গণমাধ্যমকে তার বেচে থাকার তথ্য নিশ্চিত করে বলেন, করোনার এই খারাপ সময়ে তিনি ভালো আছেন সুস্থ আছেন ।

এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান বলেছেন, মৃত্যুর গুজব না ছড়িয়ে তার স্বামীর জন্য দোয়া করার পরামর্শ দিয়েছেন ।

অন্যদিকে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বলেছে, এমন গুজব নতুন কিছু নয় । আগেও রটেছে তবে, আর কত সহ্য করা যায়!

উল্ল্যখ্য, এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে। পরিচালক উদয়ন চৌধূরির ‘বিষকন্যা; চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। সেই থেকে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অভিনয়েই ছিলেন ।