টিকটকসহ ৫৯ অ্যাাপ নিষিদ্ধ করেছে ভারত

 

ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে নতুন সিদ্ধান্ত নিল ভারত সিদ্ধান্তটি হল চীনের টিকটক, ইউচ্যাট, বাইদুসহ ৫৯ অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে।

দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সোমবার এই তথ্য জানিয়েছে।

ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা প্রতিরক্ষার জন্য হুমকিস্বরূপ হিসেবে এসব অ্যাপ বন্ধ করা হয়েছে বলে জানানো হয়। খবর এনগ্যাজেট।

নিষিদ্ধ (ব্যান) হওয়া অ্যাপের তালিকায় আরও রয়েছে টেনসেন্টের কিউকিউ, শাওমির এমআই কমিউনিটি এবং এমআই ভিডিও কল।

বিষয়ে অবশ্য কোম্পানিগুলোর পক্ষ থেকে এখনই কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নতুন এই সিদ্ধান্ত চীনা কোম্পানির জন্য ক্ষতিই বটে। টিকটকের ক্ষেত্রে ভারত একটি বড় বাজার।

দেশটিতে ২০০ মিলিয়নের অধিক টিকটক ব্যবহারকারী রয়েছেন। চলতি বছরে ৩০০ মিলিয়নের মাইলফলকে পৌঁছানোর পরিকল্পনা করেছিলো অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স।

তবে নিয়ে ভারতের টিকটক প্রেমীদের মাঝে হতাশা নেমে এসেছে