আজ শুরু হচ্ছে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা

আজ শুরু হচ্ছে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা

 

আজ শুরু হচ্ছে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা । এবার করোনার কারণে সীমিত আকারে শুরু হতে যাচ্ছে ।

২৮ জুলাই, মঙ্গলবার ফজরের নামাজ শেষে পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ শেষে মিনার উদ্দেশে যাত্রা শুরুর মাধ্যমে হজ পালন শুরু হবে।

মাত্র ১০ হাজার মুসুল্লির অংশগ্রহণে সম্পন্ন হবে এবারের হজ। যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে এবং সৌদি আরবে অবস্থান করছেন তারাই এবারের হজে অংশ নিচ্ছেন।

এদের ৭০ ভাগই প্রবাসী বাকি ৩০ শতাংশ দেশটির নাগরিক। এবারের হাজীদের সব খরচ দিচ্ছে সৌদি সরকার।

১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

তবে করোনার কারণে কঠোরভাবে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে সৌদি আরব।

এবার প্রতিদিন কমপক্ষে ১০ বার জীবাণুমুক্ত করা হচ্ছে কাবাঘর ও আশেপাশের স্থানগুলো। ১৮ হাজারেরও বেশি কর্মী এসব কাজে নিয়োজিত।

হজের জন্য নির্দিষ্ট অন্যান্য শহরগুলোর পরিচ্ছন্নতার জন্যেও ১৩ হাজার কর্মীকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া মুসল্লিদের সেবাদানের জন্য খোলা হয়েছে ২৮টি সেবাকেন্দ্র।

এবার প্রথম বারের মতো হজের খুতবা আরবি, বাংলা, ইংরেজি, ফারসি, উর্দুসহ মোট ১০টি ভাষায় প্রচার করা হচ্ছে। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দান থেকে এই খুতবা প্রচারিত হবে।

এবার হাজীদের কাছে জমজমের পানি বোতলে করে সরবরাহ করা হবে। করোনার কারণে পবিত্র কাবাঘর স্পর্শ করা যাচ্ছে না এবার।

সেই সাথে কালো পাথরে (হাজরে আসওয়াদ) চুমু খাওয়াও এবার নিষিদ্ধ। নিজস্ব জায়নামাজে নামাজ পড়তে হবে সকল হাজীদের।

 

আরও পড়তে এখানে ক্লিক করুন