সমগ্র বিশ্বকে চমকে দিয়ে নিজের চতুর্থ বিয়ের খবর জানালেন ৮৪বছরের রুপার্ট মার্ডক। বিশ্বের তাবড় এই মিডিয়া কর্তার বিয়ের খবর প্রকাশিত হয়েছে তাঁরই পরিচালনাধীন একটি সংবাদপত্রে। ছয় সন্তানের জনক রুপার্ট বিয়ে করেছেন চার সন্তানের জননী জেরীকে। পেশায় মডেল জেরী নিজের গর্ভে চার সন্তানকে ধারণ করলেও এটিই তাঁর প্রথম বিয়ে।
বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যমের মালিকানা রয়েছে রুপার্ট মার্ডকের দখলে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করলেও মার্ডক এখন আমেরিকার নাগরিক। একটি পুরষ্কার বিতড়নের অনুষ্ঠানে মার্ডক এবং জেরীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল এদের প্রেম কাহিনী নিয়ে। ২০১৩ সালে তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডং-এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল মার্ডকের।
নিউজটির পাঠক সংখ্যা : ৪১৮