৫০ যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, ২৬ জনের লাশ উদ্ধার

 

পঞ্চাশ যাত্রী নিয়ে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে ‘মর্নিং বার্ড’ নামের একটি লঞ্চ ডুবে গেছে।

আজ ২৯ জুন, সোমবার সকালে শ্যামবাজার ফরাশগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, ‘মর্নিং বার্ড’ নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে সকাল পৌনে ৮টার দিকে  মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

পথে সকাল ১০টার দিকে ফরাশগঞ্জ এলাকায় ‘ময়ূর-২’ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি।

কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ‘ময়ূর-২’ নদীতে নামানোর সদর দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংবাদ পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

ডুবে যাওয়া লঞ্চে থাকা যাত্রীদের স্বজনরা নদী তীরে ভিড় করছেন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।