দুই বন্ধুর মধ্যকার মারামারিতে এক বন্ধুর মৃত্যু হয়েছে ।
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে দুই কর্মচারী মধ্যে এই মারামারি ঘটনা ঘটে।
হালিশহর থানা সুত্রে জানা গেছে, ১২ এপ্রিল রবিবার সন্ধ্যা ৬ টার সময় গ্যাস সিলিন্ডারের দোকানের দুই কর্মচারী আযাদ (১৮) ও জিসান (১৯) (তারা দুই বন্ধু) মধ্যে মারমারির এক পর্যায়ে আযাদ গুরতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাস্পাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আযাদকে মৃত বলে ঘোষণা করে।
নিহত আযাদের পিতার নাম মোঃ আলী, নিহতের ঠিকানা পটিয়ার জিরি শান্তির হাট সুবাদার বাড়ি।
এই প্রতিবেদন তৈরী পর্যন্ত আসামী জিসান হালিশহর থানা হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে হালিশহর থানা পুলিশ।
নিউজটির পাঠক সংখ্যা : ৪১৮