ব্যক্তিগত বিরোধের জের ধরে চাচাতো ভাই ও তাদের সহযোগীদের ছুরিকাঘাতে মো. জামাল (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। ৮ এপ্রিল, ভোর রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন রামপুরা বড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল রামপুরা এলাকার আমীর আহমেদের ছেলে।
হালিশহর থানা পুলিশ সুত্রে জানা গেছে, ‘জামালের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ ছিল। ৭ এপ্রিল, মংগলবার দিবাগত গভীর রাতে তার তিন চাচাতো ভাইসহ আরও কয়েকজন জামালকে বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামালের দুই আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। অপর জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নিউজটির পাঠক সংখ্যা : ২৫৮