চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ফৌজদারহাটের বিআইটিআইডি ও চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) তে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি জানান, আজ ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) তে ২০ নমুনা পরীক্ষা করা হয়েছে। সিভাসুর সব গুলো নমুনার ফল নেগেটিভ।আর ফৌজদারহাটের বিআইটিআইডি ১৬৯ নমুনা পরীক্ষা করে ২জন করোনাভাইরাস পজেটিভ এসেছে।
তিনি আরও জানান, করোনা শনাক্ত হওয়া দুইজনে হালিশহর থানা এলাকার বাসিন্দা। একজন ৩০ বছর বয়সী ব্যক্তি শান্তিবাগের বাসিন্দা এবং অপরজন ৪০ বছর বয়সী শনাক্ত হওয়া ব্যক্তি নয়াবাজার এলাকার বাসিন্দা।