পাঁচ বছর প্রেম করে বিয়ে করেছিলেন শিমুল ও নাদিয়া। বিয়েরও কেটেছে পাঁচ বছর। কিন্তু ভুল বুঝাবুঝির কারণে তাদের সংসার জীবন দীর্ঘস্থায়ী হয় না। সংসার টিকিয়ে রাখার জন্য শিমুল সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত নাদিয়া তার সঙ্গে থাকেন নি। দেড় বছর ধরে আলাদা থাকছিলেন তারা দুজন। এরই মধ্যে নাইমের সাথে প্রেমে জড়িয়ে পড়েন নাদিয়া। বিয়েও করে ফেললেন দ্রুত।
শিমুল বলেন, ‘আমার জায়গা থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখতে। কিন্তু নাদিয়ার কাছে হয়তো মনে হয়েছে যে, সে এই সংসার জীবনে ভালো নেই। তাই সে আমাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছে। এখন সে নাইমকে বিয়ে করেছে। নাইম আমার খুবই কাছের ছোট ভাই। সে খুবই ভালো ছেলে। নাদিয়াও খুবই ভালো মেয়ে। দুজনে সুখী হোক। এটাই আমার প্রত্যাশা।’
নাইম-নাদিয়ার বিয়ে প্রসঙ্গে শিমুল বলেন, ‘জীবন তো চলমান। আমার জীবন ভালোভাবে কেটে যাবে। নাদিয়ার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। আমি শুধু বলবো নাদিয়া অনেক ভালো একটা মেয়ে। আমি এখনও তাকে ভালোবাসি। তার জন্য আমার শুভ কামনা থাকবে। নাইমও ভালো ছেলে। তার জন্যও আমার শুভ কামনা। নাইম-নাদিয়া বাকীটা জীবন আনন্দে কাটাক।’