সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে ওয়ার্কশপের কার্যক্রম

IMG_20160611_164855_775

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দুলালাবাদ এলাকার একমাত্র সিটি কর্পোরেশনের সড়কটি ওয়ার্কশপের দখলে চলে গেছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, পাহাড়তলী থানার সামনে থেকে শুরু হয়ে খায়রুল আমিন বাড়ি, অসি মিয়ার বাড়ির সামনে দিয়ে নজুমিয়ার বাড়ির সামনে পর্যন্ত এই রাস্তার অবস্থান। সম্প্রতি এই এলাকার খায়রুল আমিনের ভাড়া দেওয়া ওয়ার্কশপের মালিকেরা এই রাস্তার দখল করে মোটর ওয়ার্কশপের কার্যক্রম পরিচালনা করে আসছে।  এতে এলাকাবাসীর চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে তাদের নিষেধ করলেও ওয়ার্কশপের মালিকেরা কান দিচ্ছেনা।

রাস্তা দখলকে কেন্দ্র করে এলাকাজুড়ে অসন্তোষ বিরাজ করছে। এই বিষয়ে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জহুরুল আলম জসীমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।