দীর্ঘদিন পর জনসম্মুখে হাজির হয়েছেন বাংলা চলচিত্রের (ঢালিউড) আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। অপু বলেন, শাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। তাঁদের একটি ছেলেও রয়েছে। তিনি বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের সময় তাঁর নাম হয় অপু ইসলাম খান। শাকিবের ইচ্ছাতেই এত দিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে।সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি গোপন কথা ফাঁস করেছেন।
উধাও হওয়া নিয়ে বার বার খবরের শিরোনাম হয়েছেন অপু। তাঁর অসম্পূর্ণ কোনো কোনো ছবিতে নতুন কাউকে নায়িকা হিসেবে অভিনয় করাতে বাধ্য হয়েছেন পরিচালকরা। তারপরও উদ্বেগের অবসান কাটছিল না। অবশেষে আজ তার উধাও হওয়ার রহস্য উন্মোচিত হয়েছে টেলিভিশন লাইভে।
নিউজটির পাঠক সংখ্যা : ১,৮৬৮