সাংবাদিক শওকত মাহমুদ আটক

mahmud_156194

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সাবেক এ সভাপতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মোমিন।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
সামারাই কনভেনশন সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনের কথা ছিলো।
সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জন্য সেখানে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি (ডিইউজে) কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
তবে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদকে আটকের পর অন্যরা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের দুইবারের সভাপতি শওকত মাহমুদকে আটক করা একটি নিন্দনীয় ঘটনা। অবিলম্বে তাকে ছেড়ে দেয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’
শওকত মাহমুদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ নাশকতার আটটি মামলা রয়েছে। এরমধ্যে যাত্রাবাড়ী থানায় করা গাড়ি পোড়ানোর তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানা গেছে।
সুত্র- সমকাল