মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, কোনো সাংবাদিককে বন্দী, হয়রানি বা কাজে বাধা দেয়া দেখতে চায় না যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের কাজ বিশ্বব্যাপী নেতৃবৃন্দের নেয়া সিদ্ধান্ত এবং ঘটনার জটিলতার ব্যাখ্যা সবার সামনে তুলে ধরা। যুক্তরাষ্ট্র চায় এই কাজ অব্যাহত থাকুক।
আজ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে ধর্মীয় ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই’ মর্মে একজন সাংবাদিক এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মোটা দাগে বলতে পারি, এই মঞ্চ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার কথা আমরা বহুবার বলেছি। গত সপ্তাহে জন ক্যারি ওয়াশিংটন পোস্টে একটি বক্তব্য দিয়েছেন। এতে বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমে স্বাধীনতা ও বাক স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।