সংসদ অধিবেশনে স্তন পান করিয়ে প্রশংসিত পেরেজ

Perej

সংসদ অধিবেশনে কন্যাকে স্তন পান করিয়ে প্রশংসিত হয়েছেন আর্জেন্টিনার রাজনীতিবিদ ভিক্টোরিয়া দোন্দা পেরেজ।

রবিবার ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে আর্জেন্টাইন ন্যাশনাল কংগ্রেসে এক সভায় উপস্থিত হন পেরেজ। ওই সময় তিনি তার আট মাস বয়সী কন্যাকে স্তন পান করান। এরপর ওই দৃশ্যের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তারপরই চতুর্দিক থেকে আসা প্রশংসার বন্যায় ভাসতে থাকেন পেরেজ।

বলা হচ্ছে, পেরেজ সমানতালে পেশার চাহিদা পূরণ করে একজন মায়ের কী রকম হওয়া দরকার তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তিনি পৃথিবীর প্রতিটি জায়গায় নারীদের জন্য একজন রোল মডেল হিসেবে প্রশংসিত হয়েছেন। একইসঙ্গে স্তন পান করানোর ক্ষেত্রে নারীকে সম্মান দেখানোর গুরুত্ব নতুন করে আলোচনায় উঠে এসেছে।