“শুভ হোক সুন্দর হোক
আসুক ফিরে ফিরে।
হাসি খুশিতে ভরে উঠুক জীবন
প্রশান্তি থাকুক ঘিরে।
ফুল পাখি আর তারার মেলায়
তোমায় স্বাগত।
সবুজের বুকে শুভ হোক যাত্রা
শুভ কামনা সতত।
সফল হোক সার্থক হোক
তোমার আগমন।
ধন্য হোক ধরণী
তোমায় করে বরণ।
জ্ঞানে গুণে বড় হও
বিকশিত হোক দিনে দিনে।
অগনন শুভেচ্ছা
তোমার প্রথম জন্মদিনে।”
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আরিফুল ইসলাম এর একমাত্র কন্যা সীরাত ওয়াছিয়া আফরার প্রথম শুভ জম্মদিন আজ।
আফরার উদ্দেশ্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবা, মা, দাদা, দাদী প্রমুখ।
নিউজটির পাঠক সংখ্যা : ২,০৬১