রেহাই পেলেননা অমিতাভ বচ্চন । করোনা আক্রান্ত হয়েছেন বিগ-বি খ্যাত এই অভিনেতা ।
শনিবার দেশ ও তাঁর অসংখ্য ভক্তদের উদ্দেশে নিজেই টুইট করে জানিয়েছেন যে, তিনি করোনা আক্রান্ত।
বর্তমানে তিনি বিগ-বি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর পরিবারের লোকেদেরও টেস্ট করা হয়েছে, তবে এখনও পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।
অমিতাভ বচ্চনের বর্তমান বয়স ৭৭ বছর। এত সতর্ক থাকার পরেও করোনা থেকে রেহাই পেলেননা অমিতাভ বচ্চন ।
তিনি জানান, ”আমার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ… হাসপাতালে ভর্তি আছি…হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের বাকি সদস্যদের টেস্ট করা হচ্ছে।
তবে এখনও রিপোর্ট আসেনি।” নিজেই জানিয়েছেন অভিনেতা।
তিনি আরও বলেছেন গত দশদিন ধরে বেশ অসুস্থতা বোধ করছিলেন তিনি।
অমিতাভ বচ্চন বাসিন্দা, ভারতের যে সমস্ত শহর গুলি করোনা আক্রমণে বিধ্বস্ত তার মধ্যে অন্যতম হল মুম্বাই ।
মুম্বাইতে মোট আক্রান্তের সংখ্যা ৯১,৭৪৫ জন এবং মৃতের সংখ্যা ৫,২৪৪।