রাব্বি পুলিশের কাজে বাধা দিয়েছেন: আইজিপি

Shidul

একটা দুইটা ভুলের জন্য গোটা পুলিশকে নিয়ে এত সমালোচনা করবেন না। আইনের ঊর্ধ্বে কেউই নয়। তাই পুলিশকে তাদের দায়িত্ব পালনকালে সহায়তা করুন। মঙ্গলবার সন্ধ্যায় সাভারের আমিনবাজারে কমিউনিটি পুলিশের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গণমাধ্যম ও সুশীল সমাজকে উদ্দেশ্য করে আইজিপি একেএম শহীদুল হক এ কথা বলেন তিনি। তিনি বলেন,অনেক সময় পুলিশের সদস্যরা তাদের অপরাধের চেয়েও বেশি শাস্তি পেয়ে থাকে। এ সময় ব্যাংক কর্মকর্তা রাব্বি নির্যাতনের প্রসঙ্গ তুলে আইজিপি বলেন, রাব্বি নির্যাতনের ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত শেষে তারা আমাকে জানিয়েছে- গোলাম রাব্বি জেনেভা চেকপোস্ট অতিক্রম করার সময় তার দেহ তল্লাশিতে বাধা দিয়েছেন। শুধু আইডি কার্ড দেখালে তো এটি নিশ্চিত হওয়া যায় না যে ওই ব্যক্তি তিনি। তাকে ওই পুলিশ কর্মকর্তা দুই ঘণ্টা আটকিয়ে রেখেছেন। তা না করে তাকে থানায় নিয়ে গিয়ে পরিচয় নিশ্চিতের কাজটি করা যেত। কিন্তু গোলাম রাব্বি যেহেতু পুলিশের কাজে বাধা দিয়েছেন সেটি ফৌজদারি অপরাধের শামিল।