ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে শীর্ষে থাকা দল লেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে খেলার ৩য় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার রবার্ট হুট।
প্রথমার্ধের বাকি সময় প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখেও কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন লেস্টার সিটির রিয়াদ মাহরেজ।
এরপর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান রবার্ট হুট। ৮৭তম মিনিটে ম্যানচেস্টার সিটির পক্ষে আগুয়েরো ব্যবধান কমানো গোলটি করেন। এই জয়ে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা টটেনহামের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেলো লেস্টার সিটি।
নিউজটির পাঠক সংখ্যা : ২৯১