মেয়ে শিশু জন্ম দেওয়ায় স্ত্রীর হাত ভেঙে দিল স্বামী!

lalmonirhat

মেয়ে শিশু জন্ম দেওয়ার অপরাধে লালমনিরহাটে এক গৃহবধূকে বেদম মারধর করে হাত ভেঙে ও মাথা ফাটিয়ে দিয়েছে স্বামী আসাদুল ইসলাম। নির্যাতনের শিকার গৃহবধূর নাম আঞ্জুয়ারা (২৪)। শুক্রবার রাতে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় এই ঘটনা ঘটে।

ওই গৃহবধূর বাবা হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার আব্দুল আজিজ জানান, ৭/৮ বছর আগে তার মেয়ে আঞ্জুয়ারা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী নিজ শেখ সুন্দর এলাকার আসাদুল ইসলামের বিয়ে হয়। তাদের সাব্বির হোসেন (৪) নামে একটি ছেলে আছে। এই বছরের ২৮ ফেব্রুয়ারি তার মেয়ে আরও একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তখন থেকেই তার মেয়ের ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। শুক্রবার রাতে স্বামী আসাদুল ইসলাম কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করে। ওই সময় আঞ্জুয়ারা মাথা ফেটে যায় এবং বাম হাত ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আঞ্জুয়ারা হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আঞ্জুয়ারা বেগম জানান, গর্ভধারণের পর থেকেই তাকে হুমকি দিয়ে আসছেন তার স্বামী। কন্যা সন্তান জন্ম দিলে তাকে তালাক দিবেন। শুক্রবার নির্যাতন শুরুর পর তিনি ফের একই কথা বলতে থাকে।

এ দিকে একাধিকবার যোগাযোগ করেও আঞ্জুয়ারা বেগমের স্বামী আসাদুল ইসলাম কোনও বক্তব্য পাওয়া যায়নি।