১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাপ্পি চৌধুরী আর বিদ্যা সিনহা মিম অভিনীত ফিল্ম ‘সুইটহার্ট’। এই ছবিতে মিমের সঙ্গে বাপ্পি প্রথমবার জুটি বাঁধলেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে চমক হিসেবে রয়েছেন রিয়াজ।
শনিবার এই ছবির অফিসিয়াল ট্রেলার। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ হওয়ার পরেই ছবিটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহল আরও বেড়ে গিয়েছে।
ডিজিটাল মুভিজের প্রযোজনায় ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছে টাইগার মিডিয়া। বাপ্পি, মিম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা, উৎপল-সহ আরও অনেকে। দেখে নেওয়া যাক ‘সুইটহার্ট’-এর অফিসিয়াল ট্রেলারের ভিডিও।