শান্তিতেই ভোট চলছিল৷ হঠাৎ জমকালো সাজানো একটা গাড়ি জোরে এসে দাঁড়ালো ভোটগ্রহণ কেন্দ্রের সামনে৷ হই হই কাণ্ড৷ দরজা খুলে ঝাঁপ দিয়ে নেমে এল এক যুবতী৷ গয়নার ছটায় সবাইকে চমকে দিয়ে সে দাঁড়িয়ে পড়ল লাইনে৷ রক্ষীরা এগিয়ে এলেন৷ নিজের ভোটার কার্ড এগিয়ে দিলেন যুবতী৷ যে কিনা একটু পরেই বউ হয়ে যাবে !
এভাবে কেউ ভোট দিতে আসে ? এমনই কথা যখন বলাবলি করছেন অন্য ভোটাররা৷ তখন লাইনে দাঁড়িয়ে উসখুস করছে অনু৷ অবশেষে এল তার পালা৷ ভোট দিয়ে বাইরে এসেই দে ছুট৷ দূরে রাখা ফুলের সাজে সাজানো গাড়িতে উঠে পড়ল কনে অনু৷ পিছনে পিছনে তার মা৷ দস্যি মেয়ের বিয়েটা হলেই তিনি শান্তি পাবেন৷ বিয়ের দিনেও কেউ এমন করে ৷ মনে মনে এরকমই বিড়বিড় করছিলেন তিনি৷ এরপরেই বোঁওওওওও করে বেরিয়ে গেল গাড়ি৷ যা একেবারে পৌঁছে যাবে মণ্ডপে৷ রাস্তা কম নয়৷ ভোটকেন্দ্র থেকে বিয়েবাড়ি যেতে লাগবে এক ঘণ্টা৷
বিপত্তি বেধেছিল সাজতে গিয়ে৷ কনে সাজাতে দেরি করেছিলেন বিউটি পার্লারের কর্মীরা৷ উদ্বেগ বাড়ছিল অনুর৷ সাজা শেষ হতেই ভোট দেওয়ার জন্য তার জেদ চেপে যায়৷ আত্মীয়রা বলেছিলেন লগ্ন পার হয়ে যাবে৷ তখন কী হবে ? এসব শুনে আরও জেদ চেপে যায় অনুর৷ মাকে সঙ্গে নিয়ে বিয়েবাড়ির গাড়িতেই পাড়ি দেয় দূরের ভোটকেন্দ্রে৷ বাকিটা গল্পের মত৷ গয়না পরা কনে যেভাবে ভোট দিল তাতে ধন্য ধন্য পড়ে গিয়েছে চারিদিকে৷
ভারতের কেরলে বিধানসভা নির্বাচনে এমনই এক ঘটনা৷ নিজের ভোট নিজে দিন৷ নির্বাচন কমিশনের বার্তাকে প্রতিষ্ঠিত করে সেটাই করে দেখিয়েছে ২৫ বছরের অনু৷ প্রথম ভোট দিয়ে সে আপ্লুত৷ আমি খুব খুশি৷ প্রথমবার ভোট দিতে পেরেছি৷ জানিয়েছে অনু৷ নির্বাচনের ১৪০টি আসনের দখল নিতে ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী বামপন্থীরা লড়ছেন৷ ১৯ মে হবে ফল প্রকাশ৷ টিভিতে নিজের পছন্দের প্রার্থীর জয়-পরাজয় দেখবে নতুন বউ অনু৷