ভারতের ১৪তম রাষ্ট্রপতি পদে মোদির পছন্দ অমিতাব বচ্চন

Modi Omitab

ভারতের ১৪তম রাষ্ট্রপতি হতে পারেন বিগ বি। বেশ কিছুদিন ধরেই এমন একটা খবর বাতাসে উড়ছে। এই খবরের সূত্রপাত করেছিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। তবে সেটা তো ছিল কথার কথা।কিন্তু এবার এ খবর এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ মোদির ঘর থেকেই।

জি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমর সিং জানান, প্রাধান্সন্ত্রী নরেন্দ্র মোদি পরবর্তী রাষ্ট্রপতির জন্য মনোনয়ন করতে চলেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে। খুব শীঘ্রই এর জন্য বিগ বি-কে আবেদন পাঠাবেন মোদি।

সঙ্গে এও জানান যে, এবার মোদি-বচ্চনের সাক্ষাতের কাণ্ডারি হবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। যদিও প্রাধানমন্ত্রীর সঙ্গে বিগ বি-র প্রথম পরিচয় অমর সিংয়ের হাত ধরেই।