বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল চৌধুরীর ইন্তেকাল

mzb

বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল চৌধুরী আর নেই ।  আন্দরকিল্লা নিবাসী ইব্রাহিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র মো. ইসমাইল চৌধুরী গতকাল রাত ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন।

তাহার মৃত্যুর খবর শুনে  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন শোকাহত পরিবারকে   দেখতে যান এবং শোক জ্ঞাপন করেন। অন্যান্যদের মধ্যে  চট্টগ্রাম ক্লাব প্রেসিডেন্ট এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আবু সৈয়দ চৌধুরী তার মৃত্যুতে শোক জ্ঞাপন এবং বাংলাদেশ  অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রামের পক্ষ থেকে তার মাগফেরাত কামনা করেন ও  শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।