বহদ্দারহাটে আগুনে পুড়েছে তিন ব্যবসা প্রতিষ্ঠান

 

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আগুনে পুড়েছে তিনটি মিষ্টান্নদ্রব্যের দোকান।

৩০ এপ্রিল বৃহস্পতিবার, সন্ধ্যায় হক মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘট।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে বহদ্দারহাট হক মার্কেটের সামনে শর্ট সার্কিটের মাধ্যমে ফুলকলি থেকে আগুনের সুত্রপাত ঘটে সাথে ওয়েল ফুড এবং আল মদিনা নামে দুটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।