দেশে সাধারণত বর্ষা মৌসুমেই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তবে এ বছর বর্ষা মৌসুমের আগেই বাহকের জীবনচক্র পরিবর্তনের কারণে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাদের মতে, এ বছর মৌসুমের আগেই বর্ষা শুরু হয়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশা জমে থাকা বৃষ্টির স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। এ বছর আগেভাগেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার গত ১৫ বছরের পরিসংখ্যানে দেখা যায়, গত তিন বছর ধরে বর্ষা মৌসুমের আগেই অর্থাৎ প্রাক-মৌসুমে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। এর মধ্যে প্রাক-মৌসুমে ২০১৩-তে ১৯ জন, ২০১৪-তে ২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়। ২০১৫ সালে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও এবং তুলনামূলক দেরিতে বৃষ্টি শুরু হলেও ৪ জন রোগী শনাক্ত করা হয়। আগাম ডেঙ্গুর আশংকার বিষয়ে একমত পোষণ করেন সরকারের রোগত্বত্ত, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান। তিনি বলেন, এবছর সময়ের আগেই দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাই বিগত বছরগুলোর পরিসংখ্যান মতে আগে থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে আইইডিসিআর রাজধানীর ৩০টি হাসপাতালে সার্ভিলেন্স টিম নিযুক্ত করেছে সরকার।