প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মহানগর পুলিশের মতবিনিময় সভা

PUC

জঙ্গি, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর বিকাল ৪ টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষায় একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা সম্পর্কে চকবাজার থানাধীন প্রবর্তক মোড় সংলগ্ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কমিশনার মহোদয় তাহার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে অন্য মুসলমান এবং মানুষ বেশী নিরাপদ থাকবে এটাই ইসলামের শিক্ষা। মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। তিনি যুক্তি দিয়ে বলেন, নিরিহ মানুষকে হত্যা করলে বেহেশতের টিকেট পাওয়া যাবে এই কথা বলিয়া যারা মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে, লক্ষ্য করে দেখবেন, তারা কখনো নিজেদের ছেলে মেয়েকে এ বেহেশতের টিকেটের কথা বলে না। যারা ধর্মের অপব্যাখ্যা, ভুলব্যাখ্যা, মনগড়া ব্যাখ্যা দিয়ে আমাকে, আপনাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে, তাদের প্রতি সজাগ থাকার আহবান জানান। কোন ছাত্র, শিক্ষকের আচরণ অস্বাভাবিক কিংবা সন্দেহজনক মনে হলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের প্রতি কমিশনার মহোদয় অনুরোধ জানান। কমিশনার মহোদয় আরো বলেন, চট্টগ্রাম শহরে প্রায় ৭০ লক্ষ লোক বসবাস করে, জনগনের প্রত্যক্ষ সহযোগিতা ব্যতিরেকে পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। এছাড়া কমিশনার মহোদয় মাদ্রাসার ছাত্রদের মাদকের কুফল সম্পর্কে বর্ণনা করতঃ মাদক’কে “না” বলার আহবান জানিয়ে মাদকের বিরুদ্ধে আপামর জনসাধারনের সমন্বয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম মোস্তাইন হোসেন প্রমুখ।