প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের উদ্যোগে ইফতার পার্টি

11706017_882212505149897_1395477398_o
চিত্রগ্রহনে- সাকিরুল হাসান

মুহাম্মদ সাইফুল ইসলামঃ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়য়ের বিবিএ অনুষদের সদ্য বিদায়ী ২২তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর জিইসি মোড়ে অবস্থিত ওয়েলফুডের সুগারবান রেস্তোরায় এই পার্টি অনুষ্ঠিত হয়। উক্ত পার্টিতে বিশ্ববিদ্যালয়য়ের ২২তম ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা করেন এবং সদ্য সমাপ্ত বিশ্ববিদ্যালয় জীবনের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন এবং বিদায় বেলায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে সবাই অনুষ্ঠান স্থান ত্যাগ করেন।

চিত্রগ্রহনে- হাছান আল বশির
চিত্রগ্রহনে- হাছান আল বশির