বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের ৯ নং উত্তর পাহাড়তলীর ওয়ার্ডের অন্তর্গত পূর্বফিরোজ শাহ্ কলোনী ইউনিট বিএনপির সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধি ও কমিটি পূনঃ গঠনের লক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ফিরোজশাহ কিন্ডার গার্ডেন স্কুলে ইউনিট সভাপতি খাজা মাঈনুদ্দিন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিট সাধারন সম্পাদক নওশাদ দিদাদের সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জমির আহম্মদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব নূর বক্স মিলন , আকবর হোসেন ফরহাদ, আলী আক্কাস, এডভোকেট আলাউদ্দিন, সাহাবুদ্দিন, জামাল উদ্দিন , মোঃ রাশেদ, মনির হোসেন, মোঃ মুন্না, আজাদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, বেলাল হোসেন, ইউনুস, নিজাম উদ্দিন, মোঃ মনি, মুরাদ, ছাত্রদল নেতা হাসান, তিতাস, দিপন, নান্নু, বুলেট প্রমুখ।
সভায় বক্তারা সকলে পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করার অনুরোধ জানান। তারই পরিপ্রেক্ষিতে ওয়ার্ড বিএনপি ঐ পুরাতন ইউনিট কমিটি ভেঙ্গে দিয়ে নতুন ইউনিট কমিটি গঠনের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দেন। উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবেন।