পাহাড়তলী থানা রোডে একটি মুদি দোকানে চুরি যাওয়ার ঘটনা ঘটেছ ।
২২ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে ।
জানা গেছে, পাহাড়তলী থানা সংলগ্ন দুলালাবাদ এলাকার নান্টুর মুদি দোকানে রাতে টিনের বেড়া কেটে চোর প্রবেশ করে ।
এসময় দোকান থেকে নগদ ৯০ হাজার টাকা, একটি টিভিসহ বেশ কিছু মালামাল চুরি করে ।
দোকানের মালিক নুরুল ইসলাম নান্টু বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ।
রাতের বেলায় দোকান বন্ধ করে বাসায় যাই । পরে সকালে দোকান খুলে দেখতে পাই আমার দোকানের টিনের বেড়া কাটা । এবং ক্যাশ টেবিল খোলা ।
এরপর বুঝতে পারি যে দোকানে চুরির ঘটনা ঘটেছে ।
এঘটনায় থানায় আইনগত প্রতিকার চাওয়া হবে বলে জানা গেছে ।