গত বছরের পহেলা বৈশাকে টিএসসি মোড়ে এক নারীকে লাঞ্ছনার ঘটনায় মো. কামাল নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।
বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এক কর্মকর্তা সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, লাঞ্ছনার ফুটেজের সঙ্গে মিল থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরো যাচাই বাচাই করা হচ্ছে।
বি/এন
নিউজটির পাঠক সংখ্যা : ২,০২৬