নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে কিশোরীকে ফেলে দিয়েছে নির্মাণশ্রমিকেরা

স্কুলে বিয়ে অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতা গ্রেপ্তার

Chittagong

চট্টগ্রামের কোতোয়ালি থানার বকশির বিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে এক কিশোরীকে ফেলে দিয়েছে নির্মাণশ্রমিকেরা।

১০ মার্চ বৃহস্পতিবার, রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছেন ঘটনাস্থলে।

বকশির বিটের আলবেণীর সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে ওই কিশোরীকে ফেলে দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনের পাশের একটি ভবনে ওই কিশোরী কাজ করতেন। প্রকৃত ঘটনাটি জানার চেষ্টা চলছে।