মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে শুক্রবার সকাল পাঁচটা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে ডাকা কর্মসূচির মধ্যে রয়েছে : ১১ মে বুধবার সারা দেশে ও প্রবাসে জন্য গায়েবানা জানাজা; ১২ মে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১৩ মে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল; ১৩ মে শুক্রবার দেশব্যাপী দোয়া।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।
নিউজটির পাঠক সংখ্যা : ৪৫০