নামের ভুলে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ !

Nurul Islam BSC

নামের শেষে ‘বিএসসি’ না থাকায় পুলিশ ভুল করে মন্ত্রীর বিরুদ্ধে মামলা নিয়েছিল। পরে জানা গেল, যার বিরুদ্ধে মামলা তিনি অন্য কেউ নন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
নাম বিভ্রাটের কারণে যাত্রাবাড়ী থানার পুলিশ বুঝতে পারেনি। ‘বিএসসি’ বর্জিত নুরুল ইসলামকে চেনা আসলেই সহজ নয়। এজাহারে মন্ত্রীর তিন পুত্রেরও নাম রয়েছে। গত মঙ্গলবার মামলাটি করেন দীপ্ত টেলিভিশনের সাংবাদিক আনিসুর রহমান। প্রবাসী কল্যাণমন্ত্রী গতকাল বুধবার তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানান। স্বরাষ্ট্রমন্ত্রীও বিস্মিত। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে পুলিশের ওয়ারী বিভাগের ডিসি সৈয়দ নুরুল ইসলামকে নির্দেশ দেন।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘বিএসসি’ শব্দটি না থাকায় মামলা দায়েরের সময় তারা বুঝতে পারেননি মামলাটি মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে। মামলাটি প্রত্যাহার করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।

মামলার বাদী সাংবাদিক আনিসুর রহমান বলেন, সানোয়ারা গ্রুপের অনিয়ম নিয়ে প্রতিবেদন তৈরি করতে ১০ এপ্রিল তারা চট্টগ্রামে যান। সেখানে তাদের ওপর হামলা হয়। ফেরার সময় তাদের অনুসরণ করতে করতে একটি গ্রুপ যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় হামলা করে। তারা থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন।

থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তের পর মামলা নেন। হামলার সময় তার তিন ছেলেও সেখানে ছিলেন। মন্ত্রীর পুরো নাম কেন এজাহারে লেখা হয়নি জানতে চাইলে বাদীর দাবি ‘বিএসসি’ কারো নাম নয়। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে জায়গা দখলের মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে ‘দীপ্ত’ টিভির মালিক ও সাংবাদিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সানোয়ারা গ্রুপের ভূমি ব্যবস্থাপক শেখ আহম্মেদ বাদী হয়ে রোববার রাতে নগরীর চকবাজার থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন বলে জানান থানার এসআই নুরুল ইসলাম।