নতুন শহীদমিনারের নির্মাণ কাজ পরিদর্শনে আফসারুল আমিন

Afsarul Amin

পাহাড়তলী রেলওয়ে যাদুঘর সংলগ্ন নতুন শহীদমিনারের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য আফসারুল আমিন।

১১ ডিসেম্বর রবিবার বিকাল ৫ টায় তিনি শহীদমিনারের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিস্ট ঠিকাদারের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি প্রকল্পের চারপাশ ঘুরে দেখেন।

তার এই আকস্মিক পরিদর্শনে নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকরা বিস্ময় প্রকাশ করেন। কারন আফসারুল আমিন একাই হাজির হয়েছিলেন এসময় তার সাথে কোন নেতা কর্মী এমনকি তার কোন ব্যক্তিগত সহকারীও ছিলেননা।