সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১১ এপ্রিল, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় এবং বিস্তাররোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে।
এতে দেশের অফিস-আদালত, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট ও বিভিন্ন ধরনের বিপণিবিতানসহ সকল গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেকেই ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা এলাকার আবাসিক বাড়িঘর তালাবদ্ধ রেখে গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে ঢাকা মহানগরীসহ দেশের সকল মেট্রোপলিটন শহর, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায় ও গ্রামাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান বিপনী বিতানসহ শপিং মল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান ও আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো প্রয়োজন।
এই অবস্থায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।