প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার খবর হটকেকের মতো বিকোচ্ছে পাকিস্তানে৷ কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে এই খবরকে গুজব বলেই উড়িয়ে দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী৷
বুধবার জারদারির মুখপাত্র ফারাতুল্লা বাবর বলেন, ‘‘বেনজির ভুট্টোর স্বামী এবং শহিদ জুলফিকর আলি ভুট্টোর জামাতা হিসাবে গর্বিত প্রাক্তন পাক প্রেসিডেন্ট৷ এবং বাকি দিনগুলি তিনি সেই পরিচয়েই বেঁচে থাকতে চান৷ এই সম্মান ও মর্যাদা বিসর্জন দিতে তিনি ঘৃণা বোধ করেন৷ এই সম্মানের খাতিরে যাবতীয় আক্রমণের জবাব দিতে তিনি প্রস্তুত৷’’
উল্লেখ্য, মার্কিন চিকিৎসক তানবীর জামানির সঙ্গে জারদারি গোপনে বিয়ে সেরেছেন বলে গুজব ছড়ায়৷ এমনকী তাঁদের একটি সন্তান রয়েছে বলেও রিপোর্ট প্রকাশ করে পাকিস্তানের এক সংবাদ সংস্থা৷ তাঁদের রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন পাক প্রেসিডেন্টের সঙ্গে বিয়ের কথা কবুল না করলেও, তা অস্বীকার করেননি ডাঃ তানবীর৷ তাঁর এই নীরবতাই জল্পনা উসকে দেয়৷ তবে মিডিয়া রিপোর্টকে এদিন গুজব বলে উড়িয়ে দেন জারদারি৷