দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের

ঢাকা সিএমএম আদালতের একজন কর্মচারীকে নির্যাতনের অভিযোগে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তফিজুর রহমানসহ ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা সিএমএম আদালতের প্রসেস সার্ভার পদে কর্মরত মো. পারভেজ বাদি হয়ে মহানগর দায়রা জজ আদালতের হাকিম কামরুল হাসান মোল্লার আদালতে আজ বুধবার এ মামলা দায়ের করা হয়। মামলায় বাদি অভিযোগ করেছেন, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির মো. পারভেজকে (১২ মে) মঙ্গলবার বিকেল ৫ টা থেকে বুধবার সকাল পর্যন্ত থানায় আটক রেখে নির্যাতন চালিয়েছেন। এ ঘটনায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ১৫/১ ধারায় মামলা করা হয়েছে।