দামপাড়ায় ১ জনসহ করোনায় নতুন শনাক্ত হয়েছে ২ জন, মোট আক্রান্ত ৪৪ জন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮০

 

চট্টগ্রামের দামপাড়ায় নতুন করে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। এছাড়া লক্ষীপুরে  নতুন করে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি জানান, আজ ১৮৩ টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে।এর মধ্যে চট্টগ্রামের দামপাড়ার ৩৮ বছর বয়সী একজন পুরুষের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলার বাহিরে লক্ষীপুর জেলার সদরে ৪০ বছর বয়সী একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।