তারেক চৌধুরীর পিতার ইন্তেকাল, বনপা’র শোক প্রকাশ

FB_IMG_1466453151350

শোক সংবাদঃ ৭১সংবাদ ডটকমের সম্পাদক ও বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)এর সাধারণ সম্পাদক এএইচএম তারেক চৌধুরীর পিতা আজ অসুস্থ হয়ে নোয়াখালীর লক্ষ্মিপুর নিজ বাসভবনে ইন্তেকাল করছেন।

বনপা’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংঠনের সভাপতি সুভাষ শাহ্‌।

এদিকে বনপা’র চট্টগ্রামের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংঠনের সভাপতি এবং নিউজ বিএনএ এর সম্পাদক হাদিদুর রহমান এবং সাঃ সম্পাদক ও দৈনিক গিরিদপরর্ণ এর সম্পাদক এম কে মোমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপা চট্টগ্রামের যুগ্ম সাঃ সম্পাদক ও আর্থ নিউজের সম্পাদক ফরহাদ আমিন ফয়সল, সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী নিউজের সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ও অনলাইন বার্তার সম্পাদক মীর মেজবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ও সমন্বয় নিউজের সহ সম্পাদক শামছুল করিম লাভলু প্রমুখ।