ঢাকা-বরিশাল মহাসড়কে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮

 

 

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সমাদ্দার নামক স্থানে সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে কমপক্ষে ৮ জন নিহত ও ২৮ জনের মতো আহত হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহন দুপুর ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজে উঠলে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। গুরুতর আহত হয় আরো কমপক্ষে ২৮ জন।

আহতদের মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে আনার পর অন্যদের একজনের মৃত্যু হয়। আহতদের বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর, বরিশাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।