ডা. সাবরিনার মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে । এমন তথ্য জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ ।
জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের বিরুদ্ধে দায়ের করা প্রতরণার মামলা গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় ।
তেঁজগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলা অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে।– বাসস ।
করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ১২ জুলাই দুপুরে ডা. সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়।
সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়।
সোমবার তাকে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ ডা. সাবরিনার মামলা ডিবিতে স্থানান্তর করা হয় ।
উল্লেখ্য, রোববার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাঁসপাতাল থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয় ।
সরকারি কর্মচারি বিধিমালা ২০১৮ এর ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়ীক ভাবে বরখাস্ত করা হয় ।