টাঙ্গাইলে ৩ বছরের শিশু ধর্ষিত, গ্রেফতার ১

image_68381.dhorshon-sishu-300x160

টাঙ্গাইলে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে এমন বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। এরইমধ্যে অভিযুক্ত মুনসুরকে গ্রেফতার করে গতকাল আদালতে পাঠিয়েছে পুলিশ।

একের পর এক ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে টাঙ্গাইলে। এবার ধর্ষণের শিকার হলো সদর উপজেলার দাইন্যা চৌধুরী এলাকার তিনবছরের এক শিশু।

নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা জানান, রোববার দুপুরে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলছিল শিশুটি। এ সময় একই গ্রামের মুনসুর তাকে ভুলিয়ে ভালিয়ে নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় নদীর পাড় থেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অবুঝ শিশুটির এমন পরিস্থিতিতে দিশেহারা বাবা-মা।

এদিকে শারীরিক পরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.নূর মোহম্মদ।

এরইমধ্যে মুনসুরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান টাঙ্গাইল সদর থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মুনসুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা দায়ের করেছেন।