জ্বালানি তেলের দাম কমেছে

Oil

অবশেষে কমানো হচ্ছে কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের দাম। রবিবার দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রমতে, অকটেন ও পেট্রলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে যথাক্রমে ৮৯ টাকা ও ৮৬ টাকা নির্ধারণ করা হতে পারে। এছাড়া কেরোসিন ও ডিজেলের দাম লিটারে  তিন টাকা কমিয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হতে পারে। রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে আদেশ জারি করা হবে।

আন্তর্জাতিক বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে সরকার কোন ধরনের জ্বালানি তেলের দাম কমায়নি। যদিও বিভিন্ন মহল থেকে জ্বালানি তেলের দাম কমানোর দাবি রয়েছে। সেই প্রেক্ষাপটে গত ৩১ মার্চ প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করে সরকার।

এরপর গত ৬ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের জানান, তিন ধাপে অকটেন, পেট্রোল, কেরোসিন ও ডিজেলের দাম কমাবে সরকার। প্রথম ধাপে দাম সাত থেকে ১০ দিনের মধ্যে কমতে পারে। এর পাঁচ-ছয় মাস পর হয়তো একটি ধাপে, তারও কয়েক মাস পর হয়তো আরেকটি ধাপে জ্বালানি তেলের দাম কমানো হবে।

তখন তিনি জানান, বিভিন্ন তেলের উপর ভিত্তি করে লিটারপ্রতি দাম ৪টাকা থেকে ১০টাকা পর্যন্ত কমতে পারে।