ভারতে কারও শরীরে জিকা ভাইরাস প্রবেশ করতে না পারলেও থাবা বসালো দেশের বৃহত্তম মোটর গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরসে। চলতি বছরে আসছিল টাটা মোটরসের নয়া হ্যাচব্যাক গাড়ি। ‘জিপ্পি কার’ থেকে এই নয়া মডেলটির নাম ঠিক হয়েছিল ‘জিকা’। ফুটবল তারকা লিওনেল মেসিকে করা হয়েছিল এই গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসডার।
টাটা মোটরসের এই নয়া মডেল বাজারে আসার প্রাককালে দুর্ভাগ্যজনকভাবে জিকা নামক ভাইরাসের কবলে পড়েছে বিশ্বের বহু মানুষ। এহেন পরিস্থিতিতে ওই মডেলটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে গাড়ির নির্মাতা সংস্থা। সমাজের প্রতি দায়বদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন টাটা মোটরসের কর্পোরেট কমিউনিকেশনসের প্রধান মিনারি শাহ। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নিউজটির পাঠক সংখ্যা : ২৮৭