জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জাতীয় দলের আরেক ক্রিকেটার তামিম ইকবালের বড় ভাই ।
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে বলে গতকাল ১৯ জুন, শুক্রবার তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, কয়েকদিন আগে অসুস্থ হলে করোনার উপসর্গ দেখা দেয় নাফিসের। পরে তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে করোনা পজিটিভ আসে।
তবে নাফিস ইকবাল শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।
দারুণ সম্ভাবনা নিয়ে জাতীয় দলে অভিষেক হয় নাফিসের। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা লম্বা না হলেও ঘরোয়া ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন।
মাত্র ১১ টেস্ট আর ১৬ ওয়ানডেতেই থেমে গেঝে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। টেস্টে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫১৮ এবং ওয়ানডেতে ২ ফিফটিতে ৩০৯ রান রয়েছে তার ঝুলিতে।
তবে তার ছোট ভাই তামিম ইকবাল এখন জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক।
২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেট এবং পরের বছর লিস্ট ‘এ’ ম্যাচ থেকে অবসরে যাওয়ার পর নাফিস দল ব্যবস্থাপনায় মনোযোগী হয়েছেন।
ইতোমধ্যে বিপিএল, ঢাকা প্রিমিয়িার লীগের বিভিন্ন দলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩৪ বছর বয়সী নাফিস।