সৌদি আরব থেকে মুম্বাই ফেরার টিকিট বাতিল করেছেন বিতর্কিত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েক। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস তার ফিরতি টিকিট বাতিলের খবরটি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস-এর খবরে বলা হয়েছে, গুলশান হামলার দুই জঙ্গি জাকির নায়েকের দ্বারা উদ্ধুব্ধ, এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মুখে ভারতে ফেরার টিকিট বাতিল করেছেন তিনি।
হিন্দুস্থান টাইমস বলছে, সম্ভবত সৌদি আরব থেকেই একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন তিনি।
নিউজটির পাঠক সংখ্যা : ৩১৫