দেশ বিরোধী ষড়যন্ত্র, মানুষ হত্যা ও জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সামাজিক কমিটির মাধ্যমে প্রতিহতের ডাক
দেশব্যাপী মানুষ হত্যা , জঙ্গিবাদ – সন্ত্রাস ও ষড়যন্ত্র প্রতিরোধে বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে ৩১ জুলাই রোববার সকাল ১০ টায় ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আ: লীগের সভাপতি মো: সরোয়ার মোর্শেদ কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
জঙ্গিবাদ -সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র-২ এবং ওয়ার্ড কাউন্সিলর প্রফেসর নেছার আহমেদ মন্জু, প্রধান বক্তা ছিলেন পাহাড়তলী থানা আওয়ামীলীগ সভাপতি নূরুল আবছার মিঞা, বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও নগর মহিলা আওয়ামীলীগ নেত্রী আবিদা আজাদ।
ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল ওয়াজেদ খান রাজীবের পরিচালনায়ে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম লিটন,প্রকৌঃ সাজ্জাদ হোসেন, নূরুল আবেদিন,এম জি রহমান দিপু, মোঃ হাবিব, সিরাজ, শাহ্জাহান, জাহিদ মিয়া, সেলিম, সেকান্দর, নাদির, যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে নূর নবী মারুফ, ইকবাল, বাবলু, আরিফ মাষ্টার,সাইদ, ঠিটু, আজাদ, মন্জু, আব্দুল কাদের, আব্দুর রহমান, মোঃ নোবেল, ফরহাদ, ইউনুছ, সাজ্জাদ, প্রিন্স, মুন্না, সোহেল মারুফ, বাপ্পী, সালেহ আহমেদ রাসেল, আলমগীর, হোসেন রিয়াদ, সোহাগ, জিকু, তৌহিদ, মামুন, জাহিদ, সাকিল, আন্না, আরমান, ইব্রাহীম, জসীম, তুহীন, নিজাম উদ্দীন, জলিল, ইউসুপ ও কাদের ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানার ,ফ্যাস্টুন,প্লেকার্ড সহ মিছিল নিয়ে স্বক্রিয় যারা অংশ নেন বঙ্গবন্ধু সৈনিক, লীগ,মুক্তিযুদ্ধা প্রজ্ন্মলীগ, ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ,জানারখীল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়,বায়তুল আক্সা দাখল মাদ্রাসা,এইচ ব্লক সরকারী প্রাঃবিদ্যাঃ, উত্তর পাহাড়তলী সরকারী প্রাঃবিদ্যাঃ,মোহাম্মদীয়া আমিনীয় নুরানী মাদ্রাসা,শীহদ লেইন সরকারী প্রাঃবিদ্যাঃ,ইউ.এস.টি.সি,জামেয়াতুল ইসলামিয়া ওয়া দারুল ইয়াতিমা মাদ্রাসা ,মুজিব সেনা এবং বাস্তুুহারা লীগ, পাহাড়তলী মানবাধিকার সংগঠন ।
প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, দেশব্যাপী মানুষ হত্যা , জঙ্গিবাদ ,সন্ত্রাস ও ষড়যন্ত্র সৃষ্টিকারীদের চিহ্নিত করে অচিরেই কঠোর শাস্তির জন্য উচ্চ প্রশাসনের প্রতি দৃঢ় আহবান করেন। দেশ ,সমাজ ও পরিবারের শান্তি বি -নষ্ট করার অধিকার কারো নেই। আমরা ঐক্যবদ্ধভাবে এহেন অন্যায়ের বিরুদ্ধে তীবৃ প্রতিবাদ সহ সামাজিক কমিটির মাধ্যমে প্রতিহতের ডাক দিচ্ছি। আসুন এদের স্বমুলে প্রতিরোধ করে জঙ্গিবাদ – সন্ত্রাস নিমূল করি ।