এক ছাত্রকে ধর্ষণের দায়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কার্ডিনাল ম্যাকক্যারিক উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের সাবেক এক ক্যাথলিক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ফাতিমা গ্রুপিকো।
শনিবার মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের মে মাসে ১৭ বছরের এক ছাত্রকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন ফাতিমা গ্রুপিকো। ২৪ বছর বয়সী ওই শিক্ষিকার বিরুদ্ধে যৌন নির্যাতন ও শিশু অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছিল।
মিডলসেক্স কাউন্টি অফিসের আইনজীবী অ্যান্ড্রু কেরি বলেন, ‘ফাতিমা গ্রুপিকোকে কোনো জামিন ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের মে মাসে স্কুলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এর দায়ে তিনি চাকরিও হারান। এ নিয়ে এখন তদন্ত চলছে।
নিউজটির পাঠক সংখ্যা : ২,৬৬০